AsifRana

Call

পৃথিবী থেকে ঐ গ্যালাক্সির দূরত্বকে (মিটারে) 3*10^8 দিয়ে ভাগ করলে যে উত্তর পাবেন, তত সময়ই লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সহজ কথায় আলোর বেগে যদি যানটি চলে তাহলে ঐ গ্যালাক্সিতে পৃথিবী থেকে আলো পৌছাতে যত সময় লাগবে ঠিক তত সময়ই লাগবে। এখন এটা নির্ভর করবে ঐ গ্যালাক্সিটি পৃথিবী হতে কত আলোকবর্ষ দুরে আছে সেটার উপর। যদি ১০০০ আলোকবর্ষ দুরে থাকে তাহলে ১০০০ বছর সময় লাগবে। তবে একটা মজার তথ্য হলো ঐ মহাকাশযানে যদি কোনো মানুষ থাকে তাহলে ঐ মানুষের জন্য কিন্তু এত সময় মোটেও লাগবে না। তার কাছে মনে হবে সে কয়েক মিনিট মাত্র অতিবাহিত করেছে। এবং এটা একমাত্র আলোর বেগে চলতে পারলেই সম্ভব হবে। আর আলোর বেগে চলতে পারাটা অসম্ভব।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ