শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

ধারনাটার আসলে কোন ভিত্তি নেই। শুধু বৃষ্টিই নয়, শীতের দিনে গায়ে গরম কিছু না দিলেও আমরা মনে করি আমাদের ঠান্ডা লেগে যাবে। প্রায় ২০০ ধরনের ভাইরাস ঠান্ডা লাগবার জন্য দায়ী, ঠান্ডা আবহাওয়া, বা বৃষ্টি নয়। ঠান্ডা লাগবার জন্য অবশ্যই আরেকজন অসুস্থ মানুষের শরীর থেকে আপনার শরীরে ভাইরাসের সংক্রমন হতে হবে।সাধারনত আরেকজন সর্দি আক্রান্ত মানুষ, হাঁচি, কাশি দিলে বাতাসে সেই জীবানুর ড্রপ্লেট বয়ে এসে আপনার শরীরে প্রবেশ করলে এই সংক্রমন হয়। এমনকি অসুস্থ মানুষের হ্যান্ড শেক করলে বা তার ব্যবহার করা মোবাইল ফোন ছুঁলে, বা তার ব্যবহার করা ডোর নবে হাত দিলেও আপনার এই সংক্রমন হতে পারে, ঠান্ডার ভাইরাস এতোটাই ছোঁয়াচে। শীতের বা বৃষ্টির সময় বেশি ঠান্ডা লাগবার একটা ব্যখ্যা হতে পারে, এই সময়ে অন্য সময়ের চেয়ে বেশি পরিমাণ মানুষ ঘরে একসাথে থাকে, বা অনেকসময় রাস্তার পাশে গাদাগাদি করে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করে, কাজেই ভাইরাস ছড়াতে মোটেই সময় লাগেনা। কাজেই আপনার সর্দি জ্বর হবার জন্য বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া দায়ী নয়, মনের সুখে বৃষ্টিতে ভিজতে পারেন, তবে ভেজা শেষ হলে একটা ভাল গোসল করে নিজেকে পরিষ্কার করে নিতে ভুলবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ