Junait

Call

রোজা রেখে হস্তমৈথুন করলে রোজা 

ভেঙ্গে যাবে। 

ইফতারের পরে হস্তমৈথুন করলে 

রোজা পালনে কোনো প্রভাব ফেলবে না।

তবে অনেক শারীরিক ক্ষতি হবে সাথে

ধর্মীয় দৃষ্টিতে অনেক পাপের কাজ।

হস্তমৈথুন করা হারাম, যা শাস্তিযোগ্য

অপরাধ। সুতরাং-  এ ধরনের কুকর্ম থেকে

বিরত থাকুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রোজা রাখা অবস্থায় করলে রোজা ভেঙে যাবে, ইফতারের পরে করলে রোজায় কোন সমস্যা হবে না, তবে রমজান চলাকালীন সময়ে একজন রোজাদার কখনো এই কাজ করতে পারে না,  সবচেয়ে ভাল কথা পবিত্র রমজান মাস তাই এগুলো করারই প্রয়োজন নেই এটা ইসলাম পরিপন্থী কাজ কিন্তু বয়সের কারনে সেটা হচ্ছে যা আমাদের কিছু করার নেই তবে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মাসে সঠিকভাবে রোজা রাখুন আস্তে আস্তে ত্যাগ করুন। অন্য মাসেও এই রকম হলে রোজা রাখতে পারেন, কেননা ইসলামি আইনে বলা আছে তোমরা যৌবন ধরে রাখতে না পারলে রোজা রাখো  তবুও যেনায় লিপ্ত হইওনা(কথাটা এই রকম তবে গুছিয়ে বলতে পারছিনা তাই আমার মত করে বললাম)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ