আমার ১৯ ইঞ্চি সামসং মনিটর এবং ১ টিবি তওসিবা হার্ডিক্স, কীবোর্ড, মাউস আছে। সুতরাং এখন প্রশ্ন হলো বাকি যন্ত্র গুলো ১০০০০ টাকার মধ্যে পাওয়া যাবে কী? এবং তা কোনটা,কত টাকা!
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

হ্যাঁ, পিসি ব্যাবহার করতে বাকী 

যন্ত্রাংশ গুলো ১০ হাজার টাকার

মধ্য হয়ে যাবে। 

কিছু যন্ত্রাংশের আনুমানিক দাম..

Intel Processor duel Core  এর মুল্য প্রায় 4800 টাকা

.

 মাদারবোর্ড = 3500 থেকে  ৪৮০০ টাকার মতো 

.

ক্যাচিং সাথে পাওয়ার সাপ্লায় = ২০০০ থেকে ২৫০০ টাকার মতো

.

র্যাম ৪ জিবি = ২৮০০ টাকার মতো ১ জিবি 

হলে ১৫০০ টাকার মতো। 

.


DVD Rom = 1200 টাকার মতো (ঐচ্ছিক)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ