আমার বয়স ১৬ ৷ আমার বুকে ভেতরে ধড়পড়  করত আমি ডাক্তারেরে কাছে যায় ৷ অনেক পরিক্ষা করার পরে ডক্তার বলেন যে আমার হার্টের কোনো সমস্যা নেই ৷ ওষধ দিলেন সেগুলো সেবন কালে বুকের ধড়পড়ি তেমন ছিলো না ৷ কিন্তু আবার শুরু হয়েছে এরকম ধরপড়ি ৷ যখন বুক ধড়পড় করে তখন খুব ভয় লাগে খুব ৷  এখন কি করব আমি please help me ....


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

সমস্যাটি 100% সমাধান যোগ্য, প্রয়োজনীয়

পরীক্ষা নিরীক্ষা করে কোন সমস্যা না পেলে

মানসিক দুর্বলতার চিকিত্সা করতে হবে।


বুক ধড় ফড় করার অন্যতম কারণ হলো

মানসিক অস্থিরতা, ভয় সমস্যার ও সমাধান

হবে, তাই একজন

সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি একজন অভিজ্ঞ কার্ডিওলোজিস্ট কে দেখান।

আশা করি সমস্যা সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ