আপনাকে যা করতে হবে....তা হলো প্রথমে গাছের গোড়া থেকে 6-8 ইঞ্চি রেখে পুরাতন মাটি সরিয়ে গোবর মিশ্রিত নতুন মাটি দিতে হবে। সাথে 2 কে জি জৈব সার, 100 গ্রাম টি.এস.পি. , 50 গ্রাম এম ও পি (লাল সার), 20 গ্রাম ইউরিয়া ভালো করে মিশেয়ে মাটির সাথে দিতে হবে। গাছের গোড়া থেকে যেন 4 ইঞ্চি দুরত্ব বজায় রেখে সার প্রয়োগ করতে হবে। যদি আপনার লেবু গাছটি কলমের হয়ে থাকে তাহলে গাছের বয়স এক বছর হলে ফল দিবে। আর যদি চারাগাছ হয়ে থাকে তাহলে দুই বছরের মধ্যে ফল ধরবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১ম উত্তরের ন্যায় কাজ করুন।আর আপনার গাছ যদি কলম না করা হয়ে থাকে তাহলে কলম করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি গাছে গোবর মিশ্রিত করে নতুন মাটি দিতে হবে।ইউরিয়া সার ভালো করে মিশিয়ে মাটির সাথে দিতে হবে।আর গাছে যদি কলম না থাকে তাহলে গাছে কলম লাগাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ