samsung glaxy j7(2016) ফোনটি আমি জানুয়ারিতে কিনেছি।কিন্তু কেনার পর থেকেই ফোনটার দাম কমতে শুরু করেছে।অামি কিনেছি ২২৯০০ টাকা দিয়ে। কিছুদিন পর ২০০০ টকা কমলো এখন আর ও ২০০০ টকা কমেছে। অামার প্রশ্ন হলো কেন দাম কমতাছে??? আর ফোনটা কেমন....?আর এসকল দামি ফোনের উপকারীতা কি???? 
Share with your friends
AJSumon

Call

এখনকার সময়ের বেশিরভাগ স্যামস্যাং মোবাইল গুলি একটু বাজে,বার বার হ্যাং করে, মোবাইল গরম হয়ে যায়,আমার নিজের স্যামস্যাং j7 মোবাইল ছিল ব্যাবহার করে তেমন একটা মজা পাইনি, কিছু দিন চালানোর পর কিছু এপ আন্সপরটেনলি দি সপ্টয়ার হেজবিন স্টপ দেখায়, যাই হক আমি আমার নিজের অবিজ্ঞতা থেকে বললাম বাকিটা আপনার হাতে

Talk Doctor Online in Bissoy App

ফোনটা তো অনেক ভালো। জে সিরিজের মধ্যে সবচেয়ে সেরা ফোন জে সেভেন। দাম অনেক কারণেই কমতে পারে। নতুন নতুন মডেল এলে পুরনো মডেলের দাম কমে যায়, এটাই স্বাভাবিক। কেননা, দামের উঠানামা হয় যোগান ও চাহিদার ভিত্তিতে। চাহিদা কমে গেলে দাম কমে যায়। আর নতুন মডেল এলে পুরনো মডেলের দাম কমে যাওয়া খুব স্বাভাবিক। তবে দাম কমলে ফোন খারাপ হওয়া প্রমাণিত হয় না। বরং ফোনটা ভালোই। আর দামি ফোনের উপকারিতা তো অনেক। ফোনে আপনি যেসব সার্ভিস ইউজ করেন, সেগুলো কম দামি ফোনে যেমন দ্রুততা ও শক্তির সঙ্গে করতে পারবেন, এর চেয়ে অনেক বেশি দ্রুত ও মজবুতভাবে করতে পারবেন দামি ফোন দিয়ে। তাছাড়া দামি ফোনের আলাদা অনেক সুবিধা থাকে, যেগুলো কম দামি ফোনে থাকেই না। ...

Talk Doctor Online in Bissoy App
Call

যে কোন স্মার্টফোন বাজারে আসলে প্রথমে তার দাম একটু বেশিই থাকে পরে তা আস্তে আস্তে কমতে থাকে ঠিক একারনেই sumsung galaxy j7 প্রথমে বেশি দাম হলেও এখন কিছুটা কমেছে

Talk Doctor Online in Bissoy App