Call
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের নিয়ম বলি।
01. একটি টেলিটক মোবাইল নম্বর থেকে একাধিক
শিক্ষার্থীর আবেদনের ফি জমা দেয়া যাবে। তবে
Contact Number টি অবশ্যই আবেদনকারীর নিজের/
অভিভাবকের হতে হবে। এই Contact Number টি যে কোন
মোবাইল অপারেটর এর হতে পারবে।
02. ভর্তির প্রাথমিক নিশ্চায়নের জন্য শিক্ষার্থী কর্তৃক
১৮৫ টাকা জমা দেয়ার পদ্ধতি পরবর্তিতে জানানো
হবে।
03. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ কোন
শিক্ষার্থীকে তার রোল নম্বর (XX-X-XX-XXX-XXX)
আবেদন এর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর হিসেবে
ব্যবহার করতে হবে।
04. কোন শিক্ষার্থী আবেদন বাতিল করতে চাইলে তাকে
মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র সহ স্ব স্ব
শিক্ষা বোর্ডের কলেজ শাখায় আগামী ১৬/০৫/২০১৭
তারিখ থেকে ২৬/০৫/২০১৭ তারিখের মধ্যে যোগাযোগ
করার পরামর্শ দেয়া হল।
05. কোন শিক্ষার্থীর Contact Mobile Number ভুল হলে ভর্তির
ওয়েবসাইট থেকে আগামী ১৬/০৫/২০১৭ তারিখ হতে
সংশোধন করা যেতে পারে।
06. কোন শিক্ষার্থী Security Code না পেলে বা ভুলে গেলে
১৬/০৫/২০১৭ তারিখ হতে ভর্তির ওয়েবসাইট থেকে
শুধুমাত্র একবারের জন্য Code টি পুনঃরুদ্ধার করতে
পারবে।

যেহেতু আপনার সমস্যা হল শেষের টি তাহলে নিশ্চই বুঝতে পেরেছেন 
Talk Doctor Online in Bissoy App