এ সিস্টেমগ্ওলার কাজ কি। তুলনামুলকভাবে এন্ড্রয়েট মোবাইলের জন্য কোন সিস্টেমটি ভাল এবং কেন। নির্ভয়যোগ্য উত্তর আসা করছি।
Share with your friends

Octa core processor+ Quad core processor,

সহজ করে বলি মনে করুন আমি একটি প্রসেসর, এবং আমার দুইহাত হলো আমার দুইটি কোর। যেহেতু আমার কাছে দুটি কোর অর্থাৎ দুটি হাত আছে সুতরাং আমি দুইটি কাজ একসাথে করতে পারবো। এখন কোনো প্রসেসর যদি কোয়াডকোর হয় তবে এর মানে হলো এর কাছে চারটি হাত রয়েছে। চার হাত মানে একসাথে সে চারটি কাজ করতে পারবে। আরেকটি প্রসেসর হলো অক্টাকোর, অর্থাৎ এর ৮ টি হাত রয়েছে। অর্থাৎ সে ইচ্চামত আরামছে যেকোনো কাজ করতে পারবে। এখন ভেবে দেখুন যে একটি কাজ যদি আমি দুই হাতে করি এবং একই কাজ যদি ৮ হাতে করা হয় তবে সে কাজটি কত তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ কোর হলো প্রসেসরের একেকটি হাত। যা একসাথে মিলে বা আলাদা আলদা করে এক কাজকে অনেক সহজে অনেক দ্রুত সম্পূর্ণ করতে পারে। এবং এর ফলে প্রসেসর গরমও কম হয়। তো কোয়াডকোর এবং অক্টাকোর প্রসেসরের ক্ষেত্রে অক্টাকোর উত্তম হবে।

তাই গিগাহার্জ যত কম হবে মোবাইল কার্যক্রম

যত কম হবে, বা দুর্বল হবে।

এটাই কম বেশি গিগাহার্জ এর কাজ, তাই

মোবাইল গিগাহার্জ ও প্রসেসর বেশি দেখে

কিনবেন।

Talk Doctor Online in Bissoy App