দেশের প্রায় সকল পাবলিক ও প্রাইভেট ভার্সিটিতেই সিএসই পড়ানো হয়।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে এইচএসসি তে জিপিএ ৫ লাগবে (কোন কোন ক্ষেত্রে গোল্ডেন ও লাগে)। আর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ (৮-৯) এর মত লাগে। আর অবশ্যই ভর্তি পরীক্ষায় প্রথম সারির দিকে থাকতে হবে।

বুয়েট,সাস্ট,কুয়েট,ঢাবি,রুয়েট,চুয়েট সহ প্রায় সব পাবলিক ভার্সিটিতে ভালোমানের একাডেমিক শিক্ষা দেয়া হয়ে থাকে।

আর প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৮+ হলেই চলে। ভার্সিটির মানের উপর নির্ভর করে কোথায় কত লাগবে। অনেক ক্ষেত্রে এর কম নিয়েও ভর্তি হওয়া যায়।
IUB,NSU,AIUB,BRAC,AUST,EWU সহ প্রায় সব প্রাইভেটেই সিএসই পড়ানো হয়, 

Talk Doctor Online in Bissoy App