আমি কী এখন কোনো পলিটেকনিক ইন্সটিটিউটে চান্স পাবো?বিশেষ করে বরিশাল,ঢাকা অথবা খুলনা সরকারি পলিটেকনিক এ কি আমি চান্স পাবো?
Share with your friends

এই বিষয়ে কেউ অপনাকে নিশ্চিত করে কিছু

 বলতে পারবে না।  

কেননা এটা পুরোপুরি নির্ভর করে

আবেদন কারীর সংখ্যা, সিট সংখ্যা এবং 

তাদের রেজাল্ট এর উপর । 

মনে করুন আপনার আবেদন করা

কলেজে সিট আছে 50 টি আবেদন করলো

1000 জন ছাত্রছাত্রী । যদি এর 

মধ্যে 60 জনের রেজাল্টই আপনার চাইতে

বেশি অর্থাৎ 4.32 এর বেশি থাকে তাহলে 

ওই বেশি থাকা ছাত্র ছাত্রীই চান্স পাবে 

এটাই তো স্বাভাবিক । 

আর যদি আসন ফাঁকা থাকা প্রথম সারির

মেরিট লেস্টে 50 জনের মধ্যে আপনার পয়েন্ট 

থাকে এবং বাকি 950 জনের পয়েন্ট আপনার চাইতে

 কম থাকে তাহলেই আপনি সহ মেরিট লিস্টের

 প্রথম 50 জনেই চান্স পাবেন।  

তবে আপনার পয়েন্ট খারাপ না ভালোই কিন্তু

খুব বেশী ভালো্ও না কেননা সাইন্সে

 জিপিএ প্রায় সবাই ভালো পায় ।

আল্লাহ্ তায়ালার উপর ভরসা রেখে আবেদন করেন হয়ে যেতে পারে ।

ধন্যবাদ । 

Talk Doctor Online in Bissoy App