আমি সায়েন্স বিভাগ থেকে পরিক্ষা দিয়েছি। আমার অপশনাল সাবজেক্ট ক্রিষি,এটাতে আমার এ+ আছে। তাছাড়াও আমার গণিত,পদার্থ ও রসায়ন বিষয়ে এ- আছে। এখন উক্ত বিষয়গুলি বিবেচনা করে আমাকে বলুন- আমি কি চান্স পেতে পারি? আর কোন কোন জেলার পলিটেকেলে চয়েজ দিব? বিঃদ্রঃআমি কম্পিউটার/সিভিল বিভাগে পড়তে ইচ্ছুক...
Share with your friends
Junait

Call

সরকারী পলিটেকনিক ঠিক আছে। কিন্তু আপনি কোন ডেপার্টমেন্টে

পড়তে ইচ্ছুক...? তা উল্লেখ করতে হবে।

বর্তমানে সরকারী পলিটেকনিকের সংখ্যা অনেক।

গত বছরের হিসাব অনুসারে আপনার পয়েন্টে

ইলেকট্রক্যিাল, সিভিল ব্যাতিত যে কোন ডেপার্টমেন্টে চান্স

পাওয়ার সম্ভবনা  80%.  মেরিটে চান্স না হলেও waiting থেকে

হয়ে যাবে।

আপনি অনেক গুলো কলেজ চয়েস দিবেন , বিশেষ করে যে সকল কলেজে

সাধরণত চাপ কম । তাহলে চান্স পাবেনই।

Talk Doctor Online in Bissoy App