আমি কিছু টাকা চুরি করেছি কিন্তু এখন তা ফেরত দিতে ছাই!! কিন্তু যার থেকে চুরি করেছি সে আমাকে অনেক ভালো জানে। এখন আমি যাদি আমার চুরির বিষয় টা প্রকাশ করি তাহলে আমি কলংকিত হয়ে যাবো। এখন প্রশ্ন হলো টাকা গুলো আমি কিভাবে ফরিয়ে দিবো?? ইসলামে এর হুকুম কি??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামের নিয়ম অনুযায়ি যে যার সাথে অপরাধ করবে তার কাছ থেকেই ক্ষমা নিতে হবে অন্যথায় আল্লাহ মাফ করবে না । আপনি যার কাছ থেকে টাকা চুরি করেছেন তাকে তার টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে মাফ নিয়ে নেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চুরির টাকা হাদিয়া তথা উপহারের 

নাম করে মালিকের কাছে পৌঁছে 

দিলেও চুরিকারী ব্যক্তি দায়মুক্ত

হয়ে যায়। আর আত্মসাৎকারী ব্যক্তি

যে কোনো উপায়ে আত্মসাৎকৃত 

বস্তু মালিকের কাছে পৌঁছে দিলেই

দায়মুক্ত হয়ে যায়। 

তাই আপনি যেহেতু এমন অবস্থায়

পড়েছেন, এজন্য আপনি তাকে

টাকাটা উপহার বা এধরনের কিছু

বলে ফিরিয়ে দিতে পারেন।  যে কোনো

উপায়ে ফিরিয়ে দিলেই আপনি গুনাহ

থেকে মুক্ত হয়ে যাবেন। তবে যদি ভুল

বোঝাবুঝির আশংকা না থাকে, তাহলে

তাকে বলে সরাসরি ফিরিয়ে দেওয়া উত্তম।

.

সূত্র: 

  • আদ্দুররুল মুখতার : ৬ : ১৮২; 
  • রদ্দুল মুহতার : ৬ : ১৮২ 
  • ফাতাওয়া মাহমুদিয়া : ২৬ : ৪৬
  • মাজমাউল আনহুর : ৪ : ১০০
  • ফাতাওয়া কাজিখান : ৩ : ১৬৩
  • ফাতাওয়া বাযযাযিয়া : ২ : ৮৯ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ