না ! এমনটি করা সম্ভব নয়। তবে আপনার যদি 1000 টা Friend reguest থাকে অর্থাৎ আপনি যদি 1000 Friend request এক্সেপ্ট না করেন তাহলে আপনাকে কেউ Friend request পাঠাতে পারবে না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা একেবারে বন্ধ করা সম্ভব নয়।

তবে সীমিত করা যায়।

এজন্য আপনি এখানে যান: Settings > Privacy > Who can send you friend requests? > Friends of friends এতে করে নতুন রিকোয়েস্ট এর সংখ্যা কমে যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
remixinfo

Call

ফেসবুকে যাতে কেউ আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে না পারে; এই ব্যবস্থা খুব সহজেই করতে পারেন।

নিচের মত ফলো করুণ:

স্টেপ-১: Facebook Log in করুণ->

স্টেপ-২: Setting এ যান->

image

স্টেপ-৩: Privacy তে ক্লিক করুণ->

image

স্টেপ-৪: Who can contact me? এর Edit এ ক্লিক করুণ->

image

স্টেপ-৫: Everyone এ ক্লিক করুন->

image

স্টেপ-৬: Everyone এর ড্রপডাউন বাটনে ক্লিক করুণ->

স্টেপ-৭: এখানে- Friends of friends সিলেক্ট করে দিন-

image

এখন আপনার প্রোফাইলে: Add Friend বাটনটি hide হয়ে যাবে। ফলে কেউ আর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে না।

(পরবর্তিতে আবার যাতে সবাই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারে সেরকম করতে চাইলে: উপরের নিয়মে স্টেপ-৭ এ গিয়ে: Everyone সিলেক্ট করে দিলেই হবে)

(আশা করি পারবেন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ