Marshmallow 6.0/lolipop এই দুটোর মধ্যে কোন Android টা ভালো?
Share with your friends
Mahmud01

Call

Lollipop হল ৫.০ এবং Marshmallow হল ৬.০ এর পর..ললপপ এর আপডেট ভার্শন এ হল মার্সমেলো...তাই অধিক ভাল Marshmallow 

Talk Doctor Online in Bissoy App
Call
আপডেট ভার্সনে সাধারণ আগের ভার্সনের থেকে নতুন কিছু থাকে, আগের ভার্সনে কোন সমস্যা থাকে নতুন ভার্সনে তার সামাধান থাকে এছাড়াও পুরাতন ভার্সনে সব এপস সাপোর্ট না করতে পারে কিন্তু আপডেট বা সর্বশেষ ভার্সনে সকল কিছু সাপোর্ট করে। এছাড়াও আপডেট ভার্সনে কিছু নতুন ফিচার যুক্ত হয় । তাই ললিপপ থেকে যেহেতু মার্শমেলো আপডেট ভার্সন তাই মার্শমেলো ললিপপ থেকে ভালো হবে এটাই স্বাভাবিক। আর ললিপপ থেলে মার্শমেলো ভালো সেটাও সত্য।

ব্যবহারকারীর দিক থেকে : অনেকে ললিপপ ব্যবহারে অবস্থ হয়ে যায় এবং পরে বলে মার্শমেলো ভালো লাগে না। আসলে এটা অবস্থতার ফলে হয়। যে নিয়মিত যেটা ব্যবহার করে তার কাছে সেই ভার্সনই ভালো লাগবে। তবে যদি কেউ মার্শমেলো নিয়মিত কিছুদিন ব্যবহার করে তাহলে ললিপপ থেকে মার্শমেলো বিন্দুমাত্র হলেও ভালো লাগবে।
Talk Doctor Online in Bissoy App