Bissoy Answers লগইন করার সময় "আমাকে মনে রেখো" এটাতে টিক চিহ্ন দেওয়ার পরও কেন বার বার লগ আউট হয়ে যায়? আরেকটা সমস্যা হলো গতকাল আমি এক প্রশ্নের উওর দেওয়ার সময় হঠাৎ করে লগ আউট হয়ে গেছে এটার কারণ কি?
Share with your friends

এটা অনেক সময় ব্রাউজারের কারণে হয়ে থাকে।

যেমন, ইউসি ব্রাউজার দিয়ে মাঝেমধ্যে লগআউট হয়ে যায়।

এছাড়া বিভিন্ন ভিপিএন ইউজ করলেও লগআউট হয়ে যেতে পারে।

আপনার ব্রাউজারের সেটিংয়ে দেখুন।

Cached, Cookies এবং Save Password ইত্যাদিতে ঠিক চিহ্ন দিয়ে রাখুন। তাহলে আর লগআউট হওয়ার কথা নয়।

এরপরও সমস্যা হলে ব্রাউজার পাল্টে কিংবা আপডেট করে দেখুন। 

Talk Doctor Online in Bissoy App