হ্যাঁ, অবশ্যই যায়।

সেটা নির্ভর করবে আপনি কোন ধরনের

টিউটোরিয়াল বানাবেন, তার ওপর।

আপনি যদি অ্যান্ড্রয়েড দ্বারা যেসব

কাজ করা যায়, সেগুলোর টিউটোরিয়াল 

বানাতে চান, তাহলে পারবেন।

যেমন, কীভাবে ফেসবুক একাউন্ট উদ্ধার করতে

হয়, কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড 

হয়, ইত্যাদি।

এজন্য আপনার ফোনে একটা স্ক্রিন রেকর্ডার 

থাকলেই আপনি টিউটোরিয়াল তৈরি করতে

পারেন। 

কিন্তু টিউটোরিয়াল যদি হয় পিসি দিয়ে

কাজ করার কোনো বিষয়ে, তাহলে এটা

সম্ভব না। যেমন, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের 

টিউটোরিয়াল মোবাইল দিয়ে হবে না।  

অবশ্য এগুলো আপনি পিসি দিয়েই

করতে পারবেন। পিসির জন্যও স্ক্রিন

রেকর্ডার আছে। 

Talk Doctor Online in Bissoy App

হ্যা। অবশ্যই বানাতে পারবেন! এন্ড্রয়েড ফোন বিষয়ভিত্তিক কোনো ভিডিও টিউটোরিয়াল বানাতে চাইলে এর জন্য আপনার একটি স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হবে। আনরুট ফোনের জন্য Mobizen, A-Z screen recorder ইত্যাদি এপসগুলো ব্যবহার করতে পারেন। ভিডিও এডিট করার জন্য VideoShow Pro, VivaVideo ইত্যাদি এপস ব্যবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App