এই মাসে আমার স্ত্রীর মাসিক ৭ তারিখ সুরু হয়ে ১৪ তারিখ শেষ হয়েছে । এখন কত তারিখের পর তার সাথে কোন নিওন্ত্রন ছাড়াই দৈহিক মেলামেশা করলে গর্ভবতি হওয়ার সম্ভাবনা থাকবেনা? দয়া করে জানাবেন কি? উল্লেখ্যঃ (গত মাসে তার ৯ তারিখ মাসিক সুরু হয়েছিল) 


শেয়ার করুন বন্ধুর সাথে

এটা কারো বেলায়ই গ্যারান্টি দেওয়া যাবে না  যযে, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত গর্ভ ধারণ হবে না। 

তবে সাধারণত মাসিক শুরুর ৭ দিন আগে থেকে এবং মাসিক শেষ হওয়ার ৭ দিন পর পর্যন্ত সাধারণত নিরাপদ সময়। এসময় সেক্স করলে বাচ্চা হয় না।

তাই আপনি আগামী মাসের ৩ তারিখ থেকে মাসিক শুরুর আগ পর্যন্ত এবং মাসিক শেষের পর সাতদিন পর্যন্ত কোনো প্রটেকশন ছাড়াই মিলন করতে পারবেন। আশা করা যায়, এতে সন্তান হবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ