৩ ফেজ 440 কিলোওয়াট লোডের জন্য কোন সাইজের ক্যাবল ব্যবহার করা উচিত?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দেওয়া আছে,

3-ফেজ লোড

P=4400w

অতএব, ক্যাবলের সাইজ=?

মনে করি, pf=0.75 & V=440v

আমরা জানি,

P=V*I*pf

=> I=P/V*pf

=> I=4400/440*0.75

অতএব, I=13.33A

যেহেতু ক্যাবলের সাইজ বের করবো, এ জন্য মোট কারেন্টের সাথে 25% (বা 1.25 গুন করে) কারেন্ট যোগ করে সেই অনুসারে ক্যবেলের সাইজ বের করবো ।

মোট কারেন্ট = 13.33*1.25= 20A

20A কারেন্ট বহন করে েএমন ক্যাবল হলো 7/22 বা 2.5 RM ( উত্তর )।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ