শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এখানে পাত্র বলতে বোঝায় একটি নির্দিষ্ট উপকরণের জায়গা।যেমন আমি কোনো পরীক্ষার জন্য দুটি পাত্র নিলেন।অর্থ্যাৎ ধরেন আপনি দুটি মগ বা বিকার নিয়েছেন।এটাই পাত্র।আর সমপরিমাণ হচ্ছে পরিমাপের দিক থেকে দুটোই সমান।অর্থ্যাৎ আপনি একটি মগে 5 মিলি পানি নিলেন।আর অন্য মগেও 5 মিলি পানি নিলেন।এটাই হচ্ছে সমপরিমাণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ