১। ফোড়া যদি হয় তবে সাধারণ কয়েকটি পরামর্শ  


১। জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করতে হবে।
২। একটা পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে, চিপে নিয়ে হালকাভাবে ফোড়ার ওপর সেকা দিতে হবে ফলে ফোড়াটি গলে যেতে পারে।
৩। জীবাণুনাশক মলম ফোড়ার ওপর এবং চারপাশে লাগিয়ে নিন।
৪। ফোড়া পুরোপুরি পাকার আগেই জোর করে নিজেই ফোড়া গলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কেননা সে ক্ষেত্রে সংক্রমণ আশপাশে ছড়িয়ে পড়তে পারে। একটা সাধারণ বিষফোড়া সাধারণত ৭ থেকে ১৪ দিনের মাথায় নিজেই গলে যায়। গলে যাওয়ার পর একটা উষ্ণ, পরিষ্কার কাপড়ের খণ্ড বা তুলা বা গজ দিয়ে চেপে ধরে পুঁজ বের করে আনুন। এবার অ্যান্টিবায়োটিক মলম হালকাভাবে লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন।
৫। ফোড়া ধরার পর হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। ব্যবহার্য টাওয়েল, পোশাক-আশাক, বিছানার চাদর ইত্যাদি গরম পানিতে ধুয়ে নেবেন, যাতে সংক্রমণ না ছড়ায়।
৬। যদি প্রায়ই মুখে-গালে ফোড়া হয়, তবে দাড়ি কামানোর পর অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করতে হবে।

২। হোমিওপ্যাথি ৩-৪ ফোঁটা মাদার টিংচার পানির সাথে মিশিয়ে দিনে ৪ বার সেবন করতে হবে।

সতর্কতাঃ উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া ঠিক না এবং নির্দিস্ট মাএার অধিক সেবন করা উচিত না।

৩। ক. ফোঁড়া পাকাতে নিমের ছাল বাটা লাগালে কাজ হয়।

খ. ফোঁড়া হলে পাতা দিয়ে ঢেকে রাখলে ফোঁড়া ফেটে যায়, তারপর পাতার রস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়।

সেবনবিধিঃ অর্জুন ছাল চূর্ণ ৩-৪ গ্রাম পরিমাণ ১ গ্লাস দুধসহ সেবন করতে হবে অথবা ২০ গ্রাম আধা চূর্ণ ছাল ২ কাপ পানিতে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে সেবন করা যায়।

গ. ধুতুরা পাতার রসের সাথে সামান্য গাওয়া ঘি মিশিয়ে ফোঁড়ায় প্রলেপ দিলে ফোঁড়া পেকে যায়। সেবনবিধিঃ পাতার রসঃ প্রয়োজনমত । সতর্কতাঃ তেমন কোন সতর্কতার প্রয়োজন নেই ।

ঘ. ডুমুর দুধের সাথে সিদ্ধ করে প্রলেপ দিলে ফোঁড়া পাকে। সেবনবিধিঃ ডুমুরঃ প্রয়োজনমত । সতর্কতাঃ তেমন কোন সতর্কতার প্রয়োজন নেই ।

https://herbalhappyhealth.wordpress.com/tag/%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE/


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এলুপ্যথিতে ফোঁড়া পাকানোর দরকার হয় না।এন্টিবায়োটিক এর মাধ্যমে ফোঁড়া পাকানো ছাড়াই নির্মূল করা হয়।ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ