★ জেনে নিন আধুনিক কিছু মাসআলা ★ . ←প্রশ্ন—১:→ হারবাল ওষুধ ব্যবহার করা জায়েজ আছে কি? উত্তর: হ্যাঁ, হারবাল ওষুধে যদি অপবিত্র অ্যালকোহলের মিশ্রণ না থাকে, তাহলে তা সেবন ও ব্যবহার করা জায়েজ আছে। যদি মিশ্রণ থাকে, তাহলে একান্ত নিরুপায় হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে রোগ মুক্তির অন্য কোনো ওষুধ না থাকলে, তা সেবন করার অবকাশ আছে। [রদ্দুল মুহতার : ৯ : ৫৫৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ৩৫৫; জাওয়াহিরুল ফিকহ : ২ : ৩৪] . ←প্রশ্ন—২:→ বর্তমানে বিভিন্ন দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি পালন করা হয়ে থাকে। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী? উত্তর: রক্ত দানের শরয়ি নিয়ম হল, যদি কোনো অভিজ্ঞ ডাক্তার রোগীর ব্যাপারে এমন বলেন যে, এ মুহূর্তে তাকে রক্ত না দিলে তার মৃত্যু, কোনো অঙ্গহানী বা মারাত্মক শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে; আর এর বিকল্প কোনো ওষুধও না পাওয়া যায়, তাহলেই তাকে স্বেচ্ছায় রক্ত দেওয়া যাবে। অন্যথায় রক্ত দেওয়া বৈধ নয়। আর প্রশ্নে বর্ণিত অবস্থায় এরূপ প্রয়োজন না থাকায় এটা সম্পূর্ণ নাজায়েজ। [ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ৩২৮; আল বাহরুর রায়েক : ৬ : ১১৫; ফাতাওয়া মাহমুদিয়া : ২৭ : ৩৮০] . ←প্রশ্ন—৩:→ দুর্ঘটনায় নিহত ব্যক্তির পোস্টমর্টেম করা জায়েজ আছে কি? উত্তর: শরিয়তের দৃষ্টিতে মানুষ জীবিতাবস্থায় যেমন সম্মানী, মৃত্যুর পরও তেমনি সম্মানী। জীবিত মানুষকে কষ্ট দেওয়া যেমন অপরাধ ও গুনাহ, তেমনি মৃত্যুর পরও কাউকে কষ্ট দেওয়া অপরাধ ও গুনাহের কাজ। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া কারো লাশ কাটা-ছেঁড়া বা পোস্টমর্টেম করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। তবে বিশেষ প্রয়োজন যেমন, মামলা-মোকদ্দমার ক্ষেত্রে পোস্টমর্টেম করার অবকাশ রয়েছে। [সুনানে আবি দাউদ : ২ : ৪৫৮; মুয়াত্তা মালিক : ২২০ : হাশিয়া- ৩; ইমদাদুল ফাতাওয়া : ১ : ৭৪১; কিফায়াতুল মুফতি : ৪ : ১৮৮; ফাতাওয়া হাক্কানিয়া : ২ : ৩৯৮] . ←প্রশ্ন—৪:→ বর্তমান প্রচলিত টেস্টটিউব বৈধ কি না? উত্তর: বর্তমানে প্রচলিত টেস্টটিউব শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং মারাত্মক গুনাহ। তবে যদি উভয়ে পরস্পর স্বামী-স্ত্রী হয়, বীর্যটাও নিজের হয়, বীর্য গ্রহণের ক্ষেত্রে কোনো হারাম পন্থা অবলম্বন করা না হয় এবং টেস্টটিউবের সকল কার্যক্রম সম্পাদনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ না থাকে অর্থাৎ, সব কাজ স্বামী স্ত্রীই সম্পন্ন করে নেয়, তাহলে শরিয়তের দৃষ্টিতে কেবল এই সুরতে টেস্টটিউব বৈধ হতে পারে। বিকল্প কোনো পদ্ধতিই বৈধ নয়। [জাওয়াহিরুল ফাতাওয়া : ১ : ২২৬; আহসানুল ফাতাওয়া : ৫ : ২৩৭/ ৮ : ২১৫; ফাতাওয়া হক্কানিয়া : ৪ : ৫৯৫/৫৫৮] . ←প্রশ্ন—৫:→ ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখা কি শরিয়তসম্মত? এভাবে ঋতুস্রাব বন্ধ করার পর স্বামী-স্ত্রী মেলামেশা করা যাবে কি? উত্তর: হ্যাঁ, ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখা শরিয়তসম্মত। আর ঋতুস্রাব বন্ধ রাখার পর স্বামী-স্ত্রীর মেলামেশা ও সহবাসে কোনো অসুবিধা নেই। তবে এভাবে ঋতুস্রাব বন্ধ রাখলে শরীরের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। তাই ওষুধ না খাওয়াই উত্তম। [সুরা বাকারা : ২২৩; ফাতাওয়া রহিমিয়া : ৬ : ৪০৪] . ←প্রশ্ন—৬:→ ছেলেরা হাতে ব্রেসলেট পরতে পারবে কি? তাতে যদি প্রাণীর ক্ষুদ্র ছবি থাকে, তাহলে তা পরে নামাজ হবে কি? উত্তর: না, ছেলেরা হাতে ব্রেসলেট পরতে পারবে না। তবে ক্ষুদ্র ছবিযুক্ত ব্রেসলেট নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে। [হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ : ১১৪; রদ্দুল মুহতার : ২ : ৪১৭; ফাতাওয়া কাজিখান : ১ : ৭৫; আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু : ১ : ৭৮৪] . ←প্রশ্ন—৭:→ মেয়েদের জন্য হিল জুতা পরা জায়েজ হবে কি? উত্তর: হিল পরা জায়েজ হলেও তা না পরাই উত্তম। কারণ, বর্তমানে এসব জুতা অশ্লীল ও নিকৃষ্ট মেয়েদের পছন্দের বস্তু। এরূপ নারীদের সাদৃশ্য গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। [সুনানে আবি দাউদ : ৫৫৯] . ←প্রশ্ন—৮:→ মহিলারা ফ্যাশনের উদ্দেশ্যে ভ্রু প্লাক করতে পারবে কি? উত্তর: না, ফ্যাশনের উদ্দেশ্যে ভ্রু প্লাক করা যাবে না। এটা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহের কাজ। [রদ্দুল মুহতার : ৬ : ৩৭৩; আহসানুল ফাতাওয়া : ৮ : ৭৫] . ←প্রশ্ন—৯:→ পয়লা বৈশাখে বৈশাখী পোশাক পরা ও তা পালন করার বিধান কী? উত্তর: ইসলামে পয়লা বৈশাখ বলে কোনো পালনীয় দিন নেই। এগুলো সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি। তাই মুসলমানদের জন্য বৈশাখী পোশাক পরা ও পয়লা বৈশাখ পালন করা ঠিক নয়। [মিরকাতুল মাফাতিহ : ৪ : ৪৩১] . ←প্রশ্ন—১০:→ মরণোত্তর দেহ বা চক্ষু দান করা জায়েজ আছে কি? উত্তর: না, মরণোত্তর দেহ বা চক্ষু দান করা জায়েজ নেই। কারণ, কোনো মানুষ তার দেহের মালিক নয়; মৃত্যুর আগেও না, পরেও না। [সুরা বনি ইসরাইল : ৭০; রদ্দুল মুহতার : ৭ : ২৪৫] . (উপরের সবগুলো মাসআলাই 'নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া'র দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে।) . আজ এ পর্যন্তই। পর্যাপ্ত সাড়া পেলে আরো আধুনিক ও গুরুত্বপূর্ণ মাসআলা শেয়ার করার ইচ্ছে আছে।
শেয়ার করুন বন্ধুর সাথে