যদি বাংলাদেশকে ইংরেজিতে Bangladesh বলা হয়, আমেরিকাকে America, জাপানকে japan, পাকিস্তানকে pakisthan, তাহলে ভারতকে কেন ইংরেজিতে INDIA বলা হয়? কারো জানা থাকলে সঠিক উত্তর টা দিবেন।
Share with your friends
Call

বিস্তারিত পড়তে এই লিঙ্কে প্রবেশ করুন http://www.facebook.com/GKINFO/posts/454410701292860 এখানে প্রবেশ করে পেজটির মাঝামাঝি দেখুন ভারতকে ইন্ডিয়া বলার কারণ।

Talk Doctor Online in Bissoy App

✦ভারত কেন ইন্ডিয়া?

আনুষ্ঠানিক এবং প্রথাগতভাবে ভারত প্রজাতন্ত্রের (Republic of India) তিনটি সংক্ষিপ্ত নাম প্রচলিত: India, Bharat এবং Hindustan.

১। India: এটি ভারতের ইংরেজি নাম, Herodotus (খ্রিস্টপূর্ব ৫ম শতক) এর সময় থেকে গ্রিক শব্দ India থেকে উদ্ভূত হয়ে ল্যাটিন, পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। India বলতে Indus river (সংস্কৃত, সিন্ধু নদ) এর তীরবর্তী এবং পেছনের এলাকা নির্দেশ করা হত।

আ্যংলো-সেক্সনদের কাছে India শব্দটি পরিচিত ছিল এবং রাজা আলফ্রেডের Orosius অনুবাদে শব্দটি পাওয়া যায়। Middle English-এ ফরাসি প্রভাবে শব্দটি Ynde বা Inde-তে পরিণত হয়, যা Early Modern English-এ Indie হিসেবে প্রবেশ করে। বর্তমান India নামটি ১৭ শতক থেকে প্রচলিত।


২। ভারত: এ নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে। যেমন, বায়ু পুরাণে নামটি পাওয়া যায়। ভারত মূলত দেবতা 'অগ্নি'র একটি নাম। ঋগ্বেদে ভারতী হিসেবে এখানকার অধিবাসীদের, বিশেষ করে যারা দশ-রাজার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, বুঝানো হয়েছে। মহাভারতে ভারতের রাজ্যকে বলা হয় ভারতবর্ষ। ভগবত পুরাণে ভারত শব্দটি জাত ভারতের নাম থেকে এসেছে বলে বর্ণিত।

Talk Doctor Online in Bissoy App