Call

আল্লাহর আরশের ছায়াতলে সাত শ্রেণীর লোক আশ্রয় পাবে। যেমন হাদীসে এসেছে..... ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺳﺒﻌﺔ ﻳﻈﻠﻬﻢ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻓﻲ ﻇﻠﻪ ﻳﻮﻡ ﻻ ﻇﻞ ﺇﻻ ﻇﻠﻪ ﺇﻣﺎﻡ ﻋﺪﻝ ﻭﺷﺎﺏ ﻧﺸﺄ ﻓﻲ ﻋﺒﺎﺩﺓ ﺍﻟﻠﻪ ﻭﺭﺟﻞ ﻗﻠﺒﻪ ﻣﻌﻠﻖ ﻓﻲ ﺍﻟﻤﺴﺎﺟﺪ ﻭﺭﺟﻼﻥ ﺗﺤﺎﺑﺎ ﻓﻲ ﺍﻟﻠﻪ ﺍﺟﺘﻤﻌﺎ ﻋﻠﻴﻪ ﻭﺗﻔﺮﻗﺎ ﻋﻠﻴﻪ ﻭﺭﺟﻞ ﺩﻋﺘﻪ ﺍﻣﺮﺃﺓ ﺫﺍﺕ ﻣﻨﺼﺐ ﻭﺟﻤﺎﻝ ﻓﻘﺎﻝ ﺇﻧﻲ ﺃﺧﺎﻑ ﺍﻟﻠﻪ ﻭﺭﺟﻞ ﺗﺼﺪﻕ ﺑﺼﺪﻗﺔ ﻓﺄﺧﻔﺎﻫﺎ ﺣﺘﻰ ﻻ ﺗﻌﻠﻢ ﺷﻤﺎﻟﻪ ﻣﺎ ﺗﻨﻔﻖ ﻳﻤﻴﻨﻪ ﻭﺭﺟﻞ ﺫﻛﺮ ﺍﻟﻠﻪ ﺧﺎﻟﻴﺎ ﻓﻔﺎﺿﺖ ﻋﻴﻨﺎﻩ অর্থাৎ : হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত,রাসুল (সাঃ) বলেন: সাত ব্যক্তিকে আল্লাহ তা’আলা তাঁর (আরশের) নিচে ছায়া দান করবেন যে দিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোনছায়া থাকবেনা। (তারা হলেন) :ন্যয়পরায়ণ শাষক,ঐ যুবক যে আল্লাহর ইবাদতে বেড়েঊঠেছে,ঐ ব্যক্তি যার হৃদয় সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত,ঐ দুই ব্যক্তি যারা একেঅপরকে ভালবাসে আল্লাহর সস্তুষ্টির নিমিত্তে এবং পরস্পরে মিলিত ও পৃথক হয় তাঁরইনিমিত্তে,ঐ ব্যক্তি যাকে সম্ভ্রান্ত পরিবারের এক সুন্দরী নারী (অশ্লীল কর্মের দিকে)আহবান করেছে,অতপরঃসে বলল: আমি অবশ্যই আল্লাহকে ভয় করি,ঐ ব্যক্তি যেএমন গোপনে সদকা দান করেছে যে,তার বাম হাত ও টের পায়নি তার ডান হাত যা দানকরেছে,আর ঐ ব্যক্তি যে নিরবে নিভৃতে আল্লাহকেস্মরণ করেছে অতপর: অশ্রুবিসর্জনদিয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Meaning

Call

৭ শ্রেনির লোক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ