পাহাড় ও পর্বত এই দুইয়ের মধ্যে পার্থক্য কী?
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রাকৃতিক ভূগোলের ভাষায় পাহাড় হল - " সমুদ্র সমতল হতে উচ্চে অবস্থিত ঢাল বিশিষ্ঠ্য শিলাস্তুপকে বলে পাহাড় । আর "সমুদ্র সমতল হতে অতিউচ্চে অবস্থিত খাড়াঢাল বিশিষ্ঠ্য শিলাস্তুপকে বলা হয় পর্বত" ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

image পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কেবলমাত্র বিস্তৃতি ও উচ্চতার দিক দিয়ে। . পাহাড় : সমভূমির চেয়ে উঁচু স্বল্পদূর বিস্তৃত ভূভাগকে পাহাড় (Hill) বলে। পর্বতের তুলনায় পাহাড়গুলো নিচু ও কম আয়তন বিশিষ্ট। পৃথিবীর বিভিন্ন দেশ ছাড়াও বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে বহু পাহাড় রয়েছে। সিলেটের পাথলিয়া, রাজকান্দি, বালিসারা ; রাঙ্গামাটির মৌদক মৌয়াল, রেংটিয়াং ; চট্টগ্রামের সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড়ের উদাহরণ। . পর্বত : ভূপৃষ্ঠের উপরে অতিশয় উঁচু বহুদূর বিস্তৃত শিলাস্তুপকে পর্বত (Mountain) বলা হয়। পৃথিবীর বিভিন্ন মহাদেশে পর্বত রয়েছে। পাকিস্তানের সুলেমান, ভারতের হিমালয়, ইউরোপের আল্পস, পিরেনিজ, উল্লেখযোগ্য পর্বত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ