শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রোদ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী,হিমবাহ, প্রভৃতি প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির মাধ্যমে ভূপৃষ্টের কোনো প্রাচীন পার্বত্যভূমি বা উচ্চভূমির নরম শিলা গঠিত অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির আকার ধারন করে, কিন্তু অপেক্ষাকৃত কঠিন শিলা গঠিত অংশ সমুহ বেশি ক্ষয়প্রাপ্ত না হয়ে উচ্চভূমি বা পর্বতের আকারে দাঁড়িয়ে থাকে। এই ধরনের পর্বতকে ক্ষয়জাত বলে। কম ক্ষয় পাওয়া অবশিষ্ট অংশ পর্বতের আকারে দাঁড়িয়ে থাকে বলে একে অবশিষ্ট পর্বতও বলে। যেমনঃ রাজস্থানের আরাবল্লী পর্বত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ