শেয়ার করুন বন্ধুর সাথে

প্রকৃত ‘হিজড়া’ মূলত তিন প্রকারঃ ১। শরীরের একদিকে একটি ডিম্বাশয় থাকবে। ২। একদিকে ডিম্বাশয় শুক্রাশয় এবং অপরদিকে ডিম্বাশয় থাকবে। ৩। একদিকে একটি ডিম্বাশয় এবং অন্যদিকে একটি শুক্রাশয় থাকবে। এই প্রকার অধিকাংশ হিজড়াই পুরষালী। পেশী বহুল শরীরে পুরুষাঙ্গ থাকে। মূত্রছিদ্র স্বাভাবিক স্থানে থাকে না। অনেকের পুরুষাঙ্গ না থেকে যোনি থাকে। তবে নারীদের মত স্বাভাবিক যোনি থাকে না। মূত্রনালী ও যোনিপথ এক সঙ্গে থাকে। কৈশরে এদের মধ্যে স্তন গ্রন্থিরও প্রকাশ ঘটে এবং ঋতু চক্র দেখা যায়। এ ছয় রকম ‘হিজড়া’ ছাড়াও এমন অনেক মানুষ রয়েছে যারা মূলত ছদ্মবেশধারী ‘হিজড়া’। ছদ্ম বেশি হিজড়াদের আবার চার ভাগে ভাগ করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ