শেয়ার করুন বন্ধুর সাথে

আপাত দৃষ্টিতে এদের ছেলে বলে মনে হয়। এদের গোফ দাড়ি হয়। শরীরের অভ্যন্তরে শুক্রাশয় থাকে। এদের পুরুষাঙ্গ থাকে। পুরুষাঙ্গের স্বাভাবিক স্থানেই মুত্রছিদ্র থাকে। একই সাথ এদের শরীরে জরায়ু, যৌনাঙ্গ ও অন্তত একটি পেলেটিপিয়ান থাকে। কৈশরে এদের শুক্রাশয় থেকে এন্ড্রোজেন নি:সৃত হয়। সে কারনে শরীরে পুরুষলীভাব ফুটে ওঠে। ক্রোমোজোমের অস্বাভাবিকতা, অ্যাড্রিনাল গ্রন্মির নানা সূক্ষ জটিলতার কারনে এ ধরনের যৌনলিঙ্গ শিশুর জন্ম হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ