জানতে চাই।এর সঠিক উত্তর কেউ জানলে জানাবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

অনেকেই আমরা পেন্সিল কেনার সময় HB বা 2B পেন্সিল খোঁজ করি তবে অনেকেই এটা কি কারনে খুজি তাই জানি না। এটি আসলে পেন্সিলের গ্রেড।এইচ (H) দিয়ে হার্ডনেস এবং বি(B) দিয়ে ব্ল্যাকনেস নির্দেশ করে।অর্থাৎ যত বেশি এইচ হবে তত বেশি পেন্সিলের লেখা হাল্কা হবে আর যত বেশী বি হবে লেখা তত গাঢ় হবে। তাহলে আপনার ছবিটি যদি শুধু পেন্সিল দিয়েই আঁকতে চান তো 2B ই ভালো হবে আর অন্য রঙ দিয়ে আঁকলে HB ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SKUdoy

Call

Art korar jonno 2B pencil sobceye VALO

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ