শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নামাযের ফরয ১৩ট ============== নামাযের বাইরে ৭টি ফরয --------------- ----------- ১. শরীর পাক হওয়া। (সূরা মায়িদা আয়াত : ৬) ২. কাপড় পাক হওয়া। (সূরা মুদ্দাছ্ছির, আয়াত : ৪) ৩. নামাযের জায়গা পাক হওয়া। (সূরা বাকারা, আয়াত : ১২৫) ৪. ছতর ঢাকা (অর্থাত পুরুষগণের নাভী হতে হাঁটুর নীচ পর্যন্ত এবং মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত দুই হাত এবং পায়ের পাতা ব্যতিরেকে সমস্ত শরীর ঢেকে রাখা)। (সূরা আ‘রাফ, আয়াত : ৩১) ৫. কিবলামুখী হওয়া। (সূরা বাকারা, আয়াত : ১৪৪) ৬. ওয়াক্তমত নামায পড়া। (সূরা নিসা আয়াত : ১০৩) ৭. অন্তরে নির্দিষ্ট নামাযের নিয়ত করা। (বুখারী শরীফ, হাঃ নং ১) নামাযের ভিতরে ৬টি ফরয --------------- ------------ ১. তাকবীরে তাহরীমা অর্থাত শুরুতে আল্লাহু আকবার বলা। (সূরা মুদ্দাছছির, আয়াত : ৩) ২. ফরয ও ওয়াজিব নামায দাঁড়িয়ে পড়া। (সূরা বাকারা, আয়াত : ২৩৮) ৩. ক্বিরা‘আত পড়া (অর্থাত কুরআন শরীফ হতে ছোট এক আয়াত পরিমাণ পড়া।) (সূরা মুয্যাম্মিল ,আয়াত : ২০) ৪. রুকু করা। (সূরা হজ্জ, আয়াত : ৭৭) ৫. দুই সিজদা করা। (সূরা হজ্জ, আয়াত : ৭৭) ৬. শেষ বৈঠক (নামাযের শেষে তাশাহহুদ পরিমাণ বসা) (আবু দাউদ, হাঃ নং ৯৭০) বি.দ্র. নামাযী ব্যক্তির নিজস্ব কোন কাজের মাধ্যমে (যেমন- সালাম ফিরানো) নামায থেকে বের হওয়াও একটা ফরয। (আল বাহরুর রায়িক, ১ : ৫১৩) নামাযের কোন ফরয বাদ পড়লে নামায বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামায সহীহ হয় না। (প্রমাণ : আল বাহরুর রায়িক,১ : ৫০৫) শামী, ১ : ৪৪৭/ হিদায়া, ১ : ৯৮)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ