আপেক্ষিক কথাটার ব্যাখ্যা উদাহরণ সহ জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
payel420x

Call

আপেক্ষিক বলতে বোঝায় দুটি জিনিস এর মাঝে তুলনা। আপনি হয়তো শুনে থাকবেন "সুখ একটি আপেক্ষিক বিষয়"। এখানে আপেক্ষিক বলতে বোঝানো হয়েছে যে, আমার চেয়ে যে খারাপ ভাবে দিন পার করছে, আমি তার থেকে সুখি। আবার আমার থেকে যারা ভাল অবস্থানে আছে তারা আমার অপেক্ষা বেশী সুখি। এখানে সুখটা আপেক্ষিক কারন, আমি আমার চেয়ে ভাল অবস্থানে যারা তাদের দিকে তাকালে আমি সুখিনা, কিন্তু যারা আমার থেকে খারাপ অবস্থানে তাদের দিকে তাকালে আমি সুখি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ