প্রথমেই আপনার প্রয়োজন একটি জাভা UC browser9.2 । ইউসি টা দিয়ে ফেসবুকে গিয়ে লগিন করুন প্রথেমেই। তারপর ইউসি টার সেটিং এ যান তারপর যান network এ তারপর এ proxy server এ কিল্ক করুন তারপর proxy server এর ঘরে মার্ক দিন (মার্ক না দিলে কিন্তু হবে না) তারপর proxy server এর ঘরে নিচের proxy and port দিন 202.152.6.10:8080 এবং domain এর জাইগায় দিন m.facebook.com (স্পেস যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন) তারপর সেভ করুন আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন , Account settings এ যান , সেখানে “Language Settings” এ “Bahasa Indonesia” সিলেক্ট করে সেভ করুন । সেভ দেয়ার পরে ফেসবুক এর ভাষা পরিবর্তন হয়ে যাবে। তারপর আবার pengaturan and privasi মানে setting and privecy এ যান তারপর এ যান umum মানে name setting তারপর সেখান এ গিয়ে Nama (name setting)” এ ক্লিক করুন। ইন্দোনেশিয়ান ভাষায় name setting কে Nama sunting বলা হয় “ nama Depan (first name)” এ আপনার নেইম লিখুন , “ Nama Tengah (middle) এবং “ Nama Belakang (last name)” এর ঘর ফাঁকা রাখুন , “kata sandi (password)” ঘরে আপনার পাসওয়ার্ড বসান এবং “Simpan ( save changes)” এ ক্লিক করুন । ব্যাস । এবার আপনি সফল আপনি ইন্দোনেশিয়া ভাষা থেকে ইংরেজি তে যেতে চাইলে pengaturan & rivasi>umum>bahasa> English করে দিন । এভাবে ফেসবুকে সিঙ্গেল নাম করে ফেলুন। তথ্যসূত্র- ট্রিক বিডি ডট কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ