বিস্তারিত জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
rifat321

Call

আপনি ফেসবুকের Account setting এ যান । তারপর নিচের দিকে Language অপশন থেকে language চেঞ্জ করুন English(us) থেকে Bhasa Indonesia সিলেক্ট করে সেভ করুন। এ পর্যন্ত মিনিমাইজ করে রেখে দেন আপাতত। তারপর আপনি আপনার পিসির কন্ট্রোল পেনেলে যান সেখানে Internet Option এ ক্লিক করুন ।নিচের মত ছবি আসবে । তারপর আপনি যে কানেকশন ইউজ করেন অর্থাৎ ল্যান হলে নিচের মত ল্যান সেটিং এ ক্লিক করুন আর ডায়াল আপ হলে ডায়াল আপে ক্লিক করুন তারপর নিচের মত আইপি এড্রেসে 202.90.198.78 অথবা 202.138.232.114 এন্ড পোর্টএ 8080 বসান এবং ওকে ক্লিক করে সেভ করুন । তারপর আবার ফেসবুকের account setting page এ যান । এখানে ১ম ঘর টাতে আপনি যে সিংগেল নামে নাম চেঞ্জ করতে চান তা দেন এবং বাকি ২ টা ঘর খালি রাখুন । এরপর অল্টার নাম দিলে দিতে পারেন না দিলে নাই । তারপর পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড দিয়ে simpan parubahan বাটনে ক্লিক করে সেভ করেন । তারপর আগের মত ল্যংগুয়েজ টা ইংলিশ করে দিন। এবার দেখুন আপনার নামটা সিঙ্গেল হয়ে গেছে । মুলত এখানে মুল কাজটা হচ্ছে ল্যাংগুয়েজ এবং প্রক্সিটা চেঞ্জ করে নাম টা চেঞ্জ করে নেওয়া। কোন সমস্যা হলে কমেন্ট করবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ