Call

সীসার আপেক্ষিক তাপ 130JKg-1K-1 হলে 4kg ভরের সীসার তাপমাত্রা 200C বাড়াতে 10400 জুল তাপের প্রয়োজন। 

Talk Doctor Online in Bissoy App
Call

Jerin is a good girl who loves her younger sister very much (জেরিন একজন ভাল মেয়ে যে তার ছোট বোনকে অত্যন্ত ভালবাসে।)

উপরের বাক্যটিতে Jerin, is, a, girl, good, who, loves, younger, very - প্রত্যেকটি শব্দই ভিন্ন ধরনের এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।

এরকম বিভিন্ন অর্থ প্রকাশক word বা শব্দ ব্যবহার করি বলেই আমরা একটিমাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি।

এই সকল word বা শব্দ দিয়ে speech বা বাক্য বা বক্তব্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি part বা অংশ। আর এ জন্যেই এদেরকে বলা হয় Parts of Speech.

Classification of Parts of Speech

  1. Noun - যে কোন জিনিসের নাম। যেমন - Jerin, Gazipur, Poet, etc.
  2. Pronoun - সর্বনাম, নামের পরিবর্তে বেবহৃত হয়। যেমন - He, she, they, them, their, we, our, etc.
  3. Adjective - গুণ, দোষ, অবস্থা প্রকাশক শব্দ। যেমন - Good, bad, nice, beautiful, fat, fine, etc.
  4. Verb - কোন কিছু করা। যেমন - Go, do, sleep, dance, run, fight, etc.
  5. Adverb - ক্রিয়া কিভাবে, কখন কোথায় সম্পন্ন হল তা বোঝায়। যেমন - There, well, nicely, etc.
  6. Preposition - word -এর আগে বসে পূর্ববর্তী word -এর সাথে ঐ word -এর সম্পর্ক স্থাপন করে। যেমন - in, into, from, for, to, off, etc.
  7. Conjunction - দুই বা ততোধিক word/clause -কে যুক্ত করে। যেমন - and, but, as, for, if, yet, unless, because, etc.
  8. Interjection - আনন্দ , দুঃখ, আবেগ, হঠাৎ প্রকাশিত বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে। যেমন - Hurrah! (কি মজা!), Alas! (হায়!), Hush! (চুপ!), Fie! (ছি!), etc.



Talk Doctor Online in Bissoy App