Kamrul Hayder

Kamrul Hayder

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Kamrul Hayder

My name is Kamrul Hayder. I live in Gazipur, Dhaka, Bangladesh. I am an SEO & Digital Marketing Expert as well as a part-time blogger. Currently, I am developing a new educational blog.

  • 1993 – Present at Gazipur
  • Male | Married | Islam

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

Bangladesh National University

  • B.A/BSS
  • Humanities
  • 2009-2014
প্রশ্ন-উত্তর সমূহ 5.85k বার দেখা হয়েছে | এই মাসে 5.85k বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 70 বার
10 টি উত্তর দেখা হয়েছে 5.78k বার
1 টি ব্লগ | 2 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

অনলাইনে IELTS করার জন্য সবচেয়ে ভাল প্রতিষ্ঠান কোনটি?

0 likes | 1656 views

আমেরিকায় উচ্চশিক্ষা - সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ

আপনি কি উচ্চশিক্ষার জন্য আমেরিকা বা কানাডা যাওয়ার কথা ভাবছেন? কিন্তু তাদের টিউশন ফী নিয়ে চিন্তিত? তাহলে চলুন দেখে আসি আমেরিকার সেরা ১০ টি বিশ্ববিদ্যালয় যেখানে বিদেশী শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেন।

১০। ওয়াশিংটন ইউনিভার্সিটিঃ দশম স্থানে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি যা সেন্ট লুইসে অবস্থিত। এটি বিশ্বের সেরা ১০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি এবং বিশেষ করে চিকিৎসা ও জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিষ্ঠিত বৃত্তি প্রোগ্রাম রয়েছে যা একসঙ্গে যোগ্য আন্তর্জাতিক স্নাতক ছাত্রদের ৫০ টি পর্যন্ত বৃত্তি প্রদান করে।

৯। আমহার্স্ট কলেজঃ আমাদের তালিকায় নয় নম্বর হল আমহার্স্ট কলেজ। আমহার্স্ট মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ কলেজগুলির মধ্যে একটি এবং ম্যাসাচুসেটস আমহার্স্ট রাজ্যে অবস্থিত। গত বছর অ্যামহার্স্ট প্রায় ৫০ থেকে ১০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে এবং স্নাতকের জন্য আগত মোট বিদেশী শিক্ষার্থীর প্রায় অর্ধেক কিছু না কিছু বৃত্তি পেয়েছে।

৮। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ঃ এখন দেখা যাক ৮ম বিশ্ববিদ্যালয়টি যা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। কলম্বিয়া নিউইয়র্কে অবস্থিত একটি আইভি লীগ বিশ্ববিদ্যালয় এবং এটি বিশ্বের শীর্ষ ২০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। আপনি যদি উচ্চ যোগ্যতা সম্পন্ন হন এবং তাদের কঠিন ভর্তি প্রক্রিয়ায় উত্তীর্ণ হন, তাহলে আপনি সাহায্যের জন্য আবেদন না করলেও তারা আপনাকে ১০০% আর্থিক সহায়তা দেবে। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা ১৩ মিলিয়ন ডলারের বেশি আর্থিক সহায়তা পেয়েছে।

৭। উইলিয়ামস কলেজঃ উইলিয়ামস কলেজ বিশ্বের শীর্ষ ১০০ কলেজের মধ্যে স্থান পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লিবারাল আর্ট কলেজ। এটি বোস্টন এবং নিউ ইয়র্কের মধ্যে পূর্ব উপকূলে অবস্থিত। তারা গত বছর প্রায় ৫০ থেকে ১০০ আন্তর্জাতিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।

৬। শিকাগো বিশ্ববিদ্যালয়ঃ আমাদের তালিকায় ছয় নম্বরে রয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়। ইউশিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি এবং অর্থনীতিক দিক দিয়ে বিশেষভাবে শক্তিশালী। আপনি যদি সুপার ট্যালেন্টেট হয়ে থাকেন এবং তাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে আপনি বেশ বড় ধরনের আর্থিক সহায়তা পাবেন। তারা আপনার পুরো টিউশন ফী, বই-পত্রের খরচ থেকে শুরু করে আপনার সমস্ত ব্যক্তিগত খরচও বহন করবে।

৫। ইয়েল ইউনিভার্সিটিঃ পাঁচ নম্বরে রয়েছে ইয়েল ইউনিভার্সিটি বিশ্বের সেরা ১৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। তারা আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে না, তারা আপনাকে শুধুমাত্র আপনার যোগ্যতার ভিত্তিতে ভর্তি করে থাকে। তারা প্রতি বছর প্রায় ১০০ থেকে ১৫০ জনকে স্কলারশিপ দেয় যার পরিমাণ প্রায় ৫০ হাজার ডলারের মত এবং তারা আপনার সমস্ত প্রয়োজন পূরণের গ্যারান্টি দেয়।

৪। প্রিন্সটন ইউনিভার্সিটিঃ আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি। নিউ জার্সির প্রিন্সটনে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তা নির্বিশেষে প্রতি বছর প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থীকে গড়ে ৫০ হাজার ডলার বৃত্তি দিয়ে থাকে।

৩। এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি): আমাদের তালিকার তিন নম্বরে রয়েছে এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি)। এমআইটি বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বোস্টনে অবস্থিত। এমআইটির অফিসিয়াল সাইটে বলা হয়েছে যে তাদের প্রায় ৩৫% শিক্ষার্থীদের কোন টিউশন ফি দিতে হয় না। সুতরাং আপনি যদি এমআইটির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন, এবং আপনার পরিবারের বার্ষিক আয় যদি ৮০ হাজার ডলারের কম থাকে যা কিনা বাংলাদেশী টাকায় প্রায় ৬৮ লক্ষ টাকা, তাহলে আপনাকে কোন টিউশন ফী দেয়া লাগবে না।

২। নিউইয়র্ক ইউনিভার্সিটিঃ দ্বিতীয়ত, আমাদের তালিকায় রয়েছে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়। এখানে একটি মজার রহস্যময় ব্যাপার হল তাদের আবুধাবি ক্যাম্পাস, যা সম্পর্কে অনেকেই অজ্ঞাত। এই ক্যাম্পাস থেকে প্রায় শতাধিক দেশের ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী ৭২ হাজার ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পায়।

১। হার্ভার্ড ইউনিভার্সিটিঃ আমাদের লিস্টে হার্ভার্ড ইউনিভার্সিটি ১ নম্বরে রয়েছে। বোস্টনে অবস্থিত এই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর প্রায় ৫০০ থেকে ৬০০ বিদেশী শিক্ষার্থীকে গড়ে ৬০ হাজার ডলার স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপ পেতে হলে আপনাকে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা কিনা অত্যন্ত প্রতিযোগিতামূলক। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আর্থিক সহায়তা প্রদান করবে, অন্যথায়, তারা আপনার আর্থিক চাহিদা বিবেচনা করবে না।

0 likes | 1654 views

আমি ফ্রি তে একটি ওয়েবসাইট বানাবো। ফ্রিতে ওয়েবসাইট বানানো যায় এমন কিছু ডোমেন/সাইটের নাম বলুন?

0 likes | 2693 views

ইউটিউবের থাম্বনেইল ফটোতে কি কপিরাইট ধরা হবে?

আমার ইউটিউবের একাউন্টে ভিডিওর থাম্বেল বানানের জন্য Image search app থেকে ছবি ডাউনলোড করো ইউটিউবের ছাড়লে কি কপি রাইট ধরবে যদি ধরে তাহলে image গুলো কোথা থেকে সংগ্রহ করবো,,?

0 likes | 3052 views

কিভাবে থাম্বেল তৈরি করতে হয়?

ইউটিউব ভিডিওতে যে থামলেন লাগানো হয় এই থাম্বেল কিভাবে তৈরি করতে হয়? আমার একটা ইসলামিক ইউটিউব চ্যানেল আছে সেখানে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি! কিন্তু থাম্বেল তৈরি করতে পারছিনা থাম্মিল লাগাতে জানি কিন্তু তৈরী করতে জানিনা একটু দয়া করে কেউ আমাকে কারো যদি জানা থাকে তাহলে বলবেন ইনশাআল্লাহ। এবং কিভাবে আইকন তৈরি করতে হয়? 0 likes | 3514 views

একটি ওয়েবসাইট কীভাবে বানাবো?

0 likes | 2787 views

কিভাবে ফ্রি তে .COM দিয়ে ওয়েবসাইট খুলবো সে ওয়েবসাইট টির নাম বলুম.?

এই ওয়েবসাইটের নাম বলুন 0 likes | 3551 views