যেই ভাইয়া সমাধান দিতে পারবেন সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আমি ৭-৮ মাস আগে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক খুলি। এতোদিন ভালই ছিল ২ দিন আগে একজন কল করে বলল যে আপনার একাউন্ট হ্যাক করেছি। সত্যিই তাই।এখন প্লিজ কেউ সমাধান দিন।আমার নাম্বার 01988701782
শেয়ার করুন বন্ধুর সাথে

কয়দিন আগে হ্যাক করা হয়েছে? আপনি যে নাম্বার দিয়ে আইডি খুলেছেন ঐ নাম্বারটা এখন এক্টিব আছে? যদি এক্টিব থাকে তো আপনি আপনার আইডি টি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করুন। যদি ওল্ড পাসওয়ার্ড দেখায় তাহলে, "Forget password" এ ক্লিক করুন। তারপর একটা বক্স আসবে যেখানে আপনার নাম্বার অথবা প্রোফাইল নাম লিখে সার্চ দিন। আপনার আইডিটি সো করবে, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। তারপর যে নাম্বার দিয়ে আইডি খুলছেন ঐ নাম্বারটি চাইবে। ঐ নাম্বারটি দেওয়ার পর, Voice call or text এ দুই অপশান থেকে Text সিলেক্ট করে কন্টিনিউ দিন। তারপর আপনার ঐ নাম্বারে একটা কোড যাবে। তারপর ঐ কোড দিয়েই আপনি আপনার পাসওয়ার্ড ফিরে পাবেন। প্লীজ চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ