NiShI

Call

লেবু ও হলুদ ত্বকের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর যা যা লাগবে ১ চা চামচ হলুদ গুঁড়ো ১ চা চামচ লেবুর রস যেভাবে ব্যবহার করবেন -দুটি উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে নিন। -সমস্ত মুখে মাখবেন না, কেবল কালো দাগের স্থানগুলোতে মাখুন। -১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার জন্য সাধারণ পানি ব্যবহার করুন। অবশ্যই মনে রাখবেন -এই কাজটি গোসল করার আগে করলে ভালো। -মুখ ধোয়ার পর কমপক্ষে ৩/৪ ঘণ্টা রোদে যাবেন না বা মুখে রোদ লাগতে দেবেন না।, চুলার কাছেও নয়। লেবুর রসে অসুবিধা হলে লেবুর রসের সাথে পানি মিশিয়ে নেবেন বা লেবুর বদলে কাঁচা দুধ ব্যবহার করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ