শেয়ার করুন বন্ধুর সাথে
Tajmuzzaman

Call

• ইন্টিরিয়ার ডিজাইনা কোর্সটি সাধারণত ২-৩ বছরের হয়ে থাকে।এটি সাধারণত ভোকেশনাল প্রতিষ্ঠান এবং পলিটেকনিক দ্বারা পরিচালিত একটি ডিপ্লোমা কোর্স • দ্বাদশ শ্রেণীর পর(যে কোনো বিষয়ে) যে কেউএই কোর্সে অংশগ্রহণ করতে পারেন।এই কোর্সের অন্তর্ভুক্ত আর্ট এবং প্রাথমিক নকশা,আসবাবপত্র ডিজাইন, সাজসরঞ্জাম এবং ফিটিং, নির্মাণকার্য এবং উপাদান,ইন্টিরিয়ার ডিজাইনের ইতিহাস, সেবা, পেশাদারী ব্যবস্থাপনা প্রদর্শন, কম্পিউটার এডেড ডিজাইন ইত্যাদি বিষয়গুলো জড়িত।এছাড়াও উপকরণের বৈশিষ্ট্য এবং পেইন্ট প্রযুক্তি , নকশা প্রদর্শনী এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ