শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এক্স -রশ্মি ও গামা রশ্মি মধ্যে সাদৃশ্য : (a) এক্স -রশ্মি ও গামা রশ্মি উভয়েই তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ । (b) এরা তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না । (c) উভয়ের বেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সমান । অর্থঃ াৎ3 \times {10^8}মিটার সেকেন্ড । (d) এরা গ্যাসের মধ্য দিয়ে যাবার সময় গ্যাসকে আয়নিত করে । এছাড়া উভয়েই ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ