শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আর কিছু নয়, রাজ্য চাই না, চাই না তিলক, চাই না তালুক, চাই শুধু মন-মানুষে মিলুক কবিতা আমার। সেই বিশ্বাসে যারা কাছে আসে, আর মাঝে মাঝে অপমানিতের হয়ে কথা বলি । বাঁশি যে বাজায় সে তো কংকাল, প্রাণের ভিতরে আপনি সে গায়, আপনার মাঝে নিজেকে সাজায় । শোনাতে চায় না, তবু যারা শোনে, চারপাশে যারা শ্রম ঘামে বুনে পৃথিবী সাজায়, তাদের পারি না উপেক্ষা করে পায়ের দলে পিষে নির্মল বিষে নিমগ্ন হতে । এই গ্রন্থটি লেখা হয়ে যাক, গান শোনে যারা তারা কিছু পা’ক আমার জন্য অশেষ না থাক রেশটা তো রবে, তাই দিয়ে হবে তোমার অর্ঘ্য তোমার উত্তরীয় । ঘৃণা করে যারা তারা পিছু যায়, ভালোবেসে যারা তারা কিছু পায় । এই স্বাভাবিক, আমি তবু ঠিক কুলকলরব যে নদী হারায়, তার স্তবগানে হই না মুখর । খর-বৈশাকে আমি আনি ঝড়, আমি ভালোবাসি সাহসের স্বর । প্রতিঘাতময় মুখর জীবন সোনামুখী সূচে শিল্প সীবন । আর কিছু নয়, আমার গগন- চুম্বী বাসনা মেলিয়াছে ডানা গানের ভিতরে, তার ভাষা চাই । আশা দিয়ে রোজ যে-মুখ সাজাই তার কাছে পাই যেটুকু শ্রান্তি ত্রুর কাল এসে তার সে ভ্রান্তি ধুয়ে মুছে দেয়, চিহ্ন রাখে না । এই ভেবে কত প্রেম ফেলে দেই আপন ভাবিয়া বুকে তুলে নেই অপরের ব্যথা, কতো ব্যর্থতা পায়ে দলে চলি সমুখের ডাকে, গতিচঞ্চল জীবনের বাঁকে তবু বহু ভুল থেকে যায় জানি । সতর্ক চিতে যতো যতি টানি, মানুষের লাগি যতো গীত ভানি কাল সে আসিবে, মুখখানি তার যতই দেখিব ভালোবাসিবার বাসনা জাগিবে চিতে, আসিবে না জানি, কাল চিরকালে ধরা দিতে । আগামী কালের সতনু শিখাটি পোড়াবে আমার শ্রেষ্ঠ লিখাটি । তবু কথা লিখি, তবু গান গাই, মনের ভিতরে যে মানুষ চাই তার কিছু পাই গূঢ়-চেতনায় অন্ধ প্রাণের বন্ধ বন্দী কূপে-, কিছু রেখে যাই ব্যর্থ-শিল্পরূপে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ