শেয়ার করুন বন্ধুর সাথে
jisan

Call

প্লাস্টিক তৈরির প্রাথমিক কাঁচামাল সেলুলয়েড আবিষ্কার করেন ডান ওয়েসলি হায়াট, ১৮৬৯ সালে। বিলিয়ার্ড বল তৈরিতে হাতির দাঁতের বিকল্প হিসেবে হায়াট সেলুলোজ নাইট্রেট-এর সঙ্গে ক্যাম্ফোর মিশিয়ে অধিক তাপমাত্রায় সেলুলয়েড তৈরি করেন। উনবিংশ শতাব্দীর শেষ দিকে সেলুলয়েড ছোট পাত্র, বাসন ও পিয়ানোর চাবি তৈরির কাজে ব্যবহূত হতো। প্লাস্টিক তৈরির দ্বিতীয় পর্যায়ে আবিষ্কৃত হয় বেকালাইট। ১৯০৯ সালে বেলজিয়ামের রসায়নবিদ লিও হেনড্রিক বেইকল্যান্ড এই রঞ্জন জাতীয় পদার্থ উদ্ভাবন করেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে বেকালাইট টেলিফোন, ইলেকট্রিক্যাল ইনসুলেটর তৈরির কাজে ব্যবহূত হতো। ১৯২৯ সালে জার্মানিতে উদ্ভাবিত হয় প্লাস্টিক তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল পলিভিন্যাল ক্লোরাইড ও পলিস্টিরিন। বর্তমানে যে পলিথিলিন দিয়ে মোড়ক, ব্যাগ ইত্যাদি তৈরি হয় এই প্রক্রিয়া ১৯১৩ সালে উদ্ভাবন করেছিল ইংল্যান্ডের ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ