শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পবিত্র বাইবেলে ছয়জন লোকের কথা বলা হয়েছে যারা আত্মহত্যা করেছিল, তারা হচ্ছে: অবিমেলক (বিচারকর্তৃগণ ৯:৫৪), শৌল (১ শমূয়েল ৩১:৪), শৌলের অস্ত্রবহনকারী (১ শমূয়েল ৩১:৪-৬), অহীথোফল (২ শমূয়েল ১৭:২৩), সিম্রি (১ রাজাবলি ১৬:১৮) এবং যিহূদা (মথি ২৭:৫)। এদের পাঁচজনই ছিল দুষ্ট, পাপী লোক (কিন্তু শৌলের অস্ত্রবাহকের চরিত্র সম্বন্ধে তেমন করে বিচার করা যায় না)। আবার কেউ কেউ শিমশোনের ঘটনাও আত্মহত্যা বলে থাকে (বিচারকর্তৃগণ ১৬:২৬-৩১), কিন্তু আসলে শিমশোনের উদ্দেশ্য ছিল পলেষ্টীয়দের মেরে ফেলা, নিজেকে মেরে ফেলা নয়। বাইবেলে আত্মহত্যাকে খুন সমতুল্য বলা হয়, যার মানে নিজেকে খুন করা। একমাত্র ঈশ্বর ঠিক করে দেবেন কে কখন কিভাবে মারা যাবে। বাইবেল অনুসারে, একজন লোক স্বর্গে যেতে পারবে কিনা তা তার আত্মহত্যা করার উপরে নির্ভর করে না। যদি উদ্ধারপ্রাপ্ত নয় এমন একজন আত্মহত্যা করে, তবে সে নরকের পথে ‘‌দ্রুত’ এগিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করল না। যাইহোক, যে আত্মহত্যা করেছে সে খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ বা উদ্ধার অস্বীকার করার ফলে চুড়ান্তভাবে নরকে যাবে, আত্মহত্যা করার জন্য নয়। তাহলে, একজন খ্রীষ্টিয়ান আত্মহত্যা করলে বাইবেল তার সম্বন্ধে কি বলে? বাইবেল শিক্ষা দেয়, যে মুহূর্তে আমরা সত্যিকারভাবে খ্রীষ্টকে বিশ্বাস করেছি, আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছি (যোহন ৩:১৬)। বাইবেল অনুসারে, সকল সন্দেহের ঊর্ধে একজন খ্রীষ্টিয়ান জানে যে, সে অনন্ত জীবনের অধিকারী হয়েছে (১ যোহন ৫:১৩)। ঈশ্বরের ভালবাসা থেকে একজন খ্রীষ্টিয়ানকে কোন কিছুই আলাদা করতে পারে না (রোমীয় ৮:৩৮-৩৯)। যদি কোন “সৃষ্ট বস্তু” একজন খ্রীষ্টিয়ানকে ঈশ্বরের ভালবাসা থেকে আলাদা না করতে পারে, তাহলে আত্মহত্যার মত “সৃষ্ট বস্তু”ও একজন খ্রীষ্টিয়ানকে ঈশ্বরের ভালবাসা থেকে আলাদা করতে পারে না। যীশু আমাদের সকলের পাপের জন্য মরেছেন, তাহলে একজন সত্যিকার খ্রীষ্টিয়ান আত্মিক দুর্বলতা ও আক্রমণে যদি আত্মহত্যা করে, তবে সেই পাপও খ্রীষ্টের রক্তে ঢাকা যায়। তবে, আত্মহত্যা অবশ্যই ঈশ্বরের বিরুদ্ধে একটা মারাত্মক পাপ। বাইবেল অনুসারে আত্মহত্যা মানে খুন, তাই তা সব সময়ই ভুল। নিজেকে খ্রীষ্টিয়ান হিসাবে দাবী করেও যে খ্রীষ্টিয়ান আত্মহত্যা করে, তার সম্পর্কে প্রশ্ন ওঠে, সে সঠিক বিশ্বাসী কি না। নিজে নিজে জীবন নেবার মত এমন কোন ঘটনা একজন খ্রীষ্টিয়ানের ন্যায্য বলে গ্রহণ করা যায়। কারণ ঈশ্বরের জন্য খ্রীষ্টিয়ানদের বেঁচে থাকতেই ডাকা হয়েছে এবং কখন তারা মারা যাবে তা সম্পূর্ণভাবে ঈশ্বরের- শুধুমাত্র ঈশ্বরেরই সিদ্ধান্ত। যদিও ১ করিন্থীয় ৩:১৫খ পদে আত্মহত্যার কথা বর্ণনা করা হয় নাই, তবুও আত্মহত্যা করলে একজন খ্রীষ্টিয়ানের কি হতে পারে তারই স্বচ্ছ বর্ণনা করা হয়েছে: “অবশ্য সে নিজে উদ্ধার পাবে, কিন্তু তার অবস্থা এমন লোকের মত হবে যে আগুনের মধ্য দিয়ে পার হয়ে এসেছে।”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ