শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

বিড়ালের চোখ রাতে বা স্বল্প আলোতে দেখার জন্য বিশেষভাবে গঠিত । বিড়ালের চোখের রেটিনার পেছনে টাপেটাম (Tapetum) নামে এক ধরণের বিশেষ মেমব্রেন আছে । বাইরে থেকে আসা সামান্য পরিমাণ আলো টাপেটামে প্রতিফলিত হয়ে চোখের রড কোষে আঘাত করে। টাপেটাম থেকে রড কোষে প্রতিফলিত হবার সময় আলো কিছুটা বর্ধিত হয় । ফলে বিড়াল স্বল্প আলোতেও স্পষ্টভাবে দেখতে পায়। অন্ধকারে বিড়ালের চোখ জ্বলজ্বল করে এই টাপেটামে আলোর প্রতিফলনের কারণে। সূত্রঃ http://chetday.com/catseyes.htm

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ