শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পারদ কক্ষ তাপমাত্রায় তরল। ল্যাটিন নাম hydragyrum থেকে এর নামকরণ। hydragyrum অর্থ হলো তরল রৌপ্য। কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকা একমাত্র ধাতু এই পারদ। প্রাচীন কাল থেকে জানাশোনা অল্পকিছু ধাতুর মধ্যে এটা একটি। এর এই আচরণের কারণ হলো বেশিরভাগ অন্যান্য ধাতুর চেয়ে এর স্ট্রাকচার দূর্বল। প্রমাণ তাপমাত্রায় এর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্নণরত ইলেক্ট্রন পারদের অন্য পরমাণুর সাথে সংযোগ বহায় রাখতে পারে না। ফলে দেখা দেয় কাঠিন্যের ঘাটতি। কিন্তু অন্যান্য ধাতু সহজেই যোজ্যতা ইলেক্ট্রন অন্যান্য পরমাণূর সাথে ভাগাভাগি করে। পারদের সমস্যা হলো এর পরমাণূতে ইলেট্রন্সমূহ স্বাভাবিকের তুলনায় শক্তভাবে নিউক্লিয়াসের সাথে আকৃষ্ট থাকে। আসলে ইলেট্রন সমূহ খুবই দ্রুতগতিতে এবং নিউক্লিয়াসের খুব কাছাকাছি থেকে বিচরণ করায় কিছুটা আপেক্ষিকতাভ প্রভাব দেখা যায় এবং তুলনামুলক ধীরে চলা ইলেক্ট্রনের তুলনায় এদের ভর বেশি হয়ে থাকে। পারদ পরমাণুর মধ্যকার বন্ধন ভাঙতে বেশ কম তাপ লাগে। ইলেক্ট্রন ভাগাভাগি করতে কম আগ্রহী হওয়ায় এর পরিবাহক হিসেবেও ভাল নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ