শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জ্বর হয় যখন আমাদের শরীরে কোন ক্ষতিকারক জীবাণুর অনুপ্রবেশ ঘটে তখন।দেহে এদের অস্তিত্ব টের পাওয়া মাত্রই আমাদের ডিফেন্স মেকানিজম এক্টিভ হয়ে ওঠে।আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামের যে অংশটা আছে তা আমাদের দেহের তাপমাত্রা কন্ট্রোল করে।আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৬-৯৮ ডিগ্রি ফারেনহাইট।যখনি দেহে ক্ষতিকারক জীবাণু ঢুকে তখনি হাইপোথ্যালামাস চেষ্টা করে দেহের তাপমাত্রা বাড়িয়ে জীবানুগুলোকে মেরে ফেলা যায় কিনা।তাই সে যা করে তা হচ্ছে দেহের স্বাভাবিক তাপমাত্রাকে ৯৬-৯৮ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০২-১০৩ ডিগ্রি ফারেনহাইটে নিয়ে যায় অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। আরেকটা ব্যাপার,ধরা যাক আমাদের দেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট।কিন্তু স্বাভাবিক তাপমাত্রা হাইপোথ্যালামাস সেট কওরে দিল ১০৩ ডিগ্রি ফারেনহাইট।তখন আমাদের দেহের তাপমাত্রা বাড়তে থাকবে এবং একই সাথে শীত শীত ও লাগতে থাকবে কারণ আমাদের স্বাভাবিক তাপমাত্রা তখন ১০৩ কিন্তু আমাদের দেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট।এজন্যি জ্বর হলে শীত শীত অনুভব হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ