শেয়ার করুন বন্ধুর সাথে
ridwanrand1

Call

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ আইনের (সংশোধনী ২০০৩) ৯(১) ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ড। এই আইনের ৯(২) ধারায় ধর্ষণজনিত কারণে ধর্ষিতার মৃত্যু হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং এর অতিরিক্ত অন্যূন এক লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের ৯(৩) ধারায় গণধর্ষণের শাস্তি প্রত্যেক ধর্ষকের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অন্যূন এক লাখ টাকার অর্থদণ্ডের কথা বলা হয়েছে। এ আইনের এ ধারাগুলো মূলত আমাদের দণ্ডবিধির ৩৭৫ ও ৩৭৬ ধারাকে প্রতিস্থাপিত করেছে। দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষকের শাস্তির পরিমাণ সর্বোচ্চ যাবজ্জীন কারাদণ্ড এবং এ শাস্তি সশ্রম বা বিনা শ্রম উভয়ই হতে পারে। তা ছাড়া অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ