Sanjoyrand1

Call

স্কয়ার এয়ার এর হেলিকপ্টারগুলো সাধারণ কাজের জন্য ভাড়া প্রতি ঘণ্টার জন্য ১ লাখ টাকা, আর ১৫ শতাংশ ট্যাক্স। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের জন্য প্রতি ঘণ্টায় ৯০ হাজার টাকা ভাড়া দিতে হয়, সঙ্গে ১৫ শতাংশ ট্যাক্স। এছাড়া ভূমিতে অপেক্ষমাণ চার্জ প্রতি ঘণ্টার জন্য ৬ হাজার টাকা, সঙ্গে ১৫ শতাংশ ট্যাক্স।এছাড়া এপোলো হাসপাতাল ও এই সুবিধা দিয়ে থাকে.এ্যাপোলো হসপিটালস ঢাকা প্লট:৮১, ব্লক:ই, বসুন্ধরা আর / এ ঢাকা-১২২৯, বাংলাদেশ ফোনঃ (০২)-৮৪০১৬৬১, ই-মেইলঃ [email protected] ওদের সাথে যোগাযোগ করুন এই নম্বর এ --পিএবিএক্স : (০২) ৮৪০১৬৬১-৫ অ্যাম্বুলেন্স : ০১৭১৪-০৯০০০০ ডিউটি ম্যনেজার : ০১৭১৩-০৬৪৫৬৩ মাস্টার হেলথ চেক : ৮৪০১৬০০ এছাড়া ও অনান্য হসপিটাল এর এমবুলান্স এর নম্বর রেখে দিতে পারেন যা প্রয়োজন এ কাজ দিবে.জেনে নিন অ্যাম্বুলেন্স সার্ভিসগুলোর ফোন নম্বর- *আঞ্জুমান মফিদুল ইসলাম ৯৩৩৬৬১১ (কাকরাইল), ৭৪৪১৬৬০ (গেণ্ডারিয়া) * আল মাজহারুল ইসলাম অ্যাম্বুলেন্স: ৮১২৫৫৪৯, ৯১২৭৮৬৭, ৮১১৪৯৮০ * রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স ৯৩৩০১৮৮-৯ * ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ৯৫৫৫৫৫৫, ৯৫৫৬৬৬৬-৭ *বারডেম ৯৬৬১৫৫১-৫, ৮৬১৬৬৪১ * মিডফোর্ট হাসপাতাল ৭৩১৯০০২-৬ * জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ৯১২২৫৬০-৭২ * বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ৮৬১৮৬৫৩ * হলি ফ্যমিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ৮৩১১৭২১-৫ * স্কয়ার হাসপাতাল ০১৭১৩-৩৭৭৭৭৫, ০১৭১৩-৩৭৭৭৭৩, ৮১৪৪৪৬৬ * মনোয়ারা হাসপাতাল ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২ * মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড ৮৬২০৩৫৩-৬ *আলিফ অ্যাম্বুলেনস সার্ভিস ৯১৩১৬৮৮, ৮১১৭৫৭৬ * আইসিডিডিআরবি ৯৮২৭০০১-১০ * আল আরাফাত এ্যাম্বুলেন্স সার্ভিস ০১৭১২৫৫৪০৪৩

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 বালাদেশে জরুরী যাত্রী পরিবহন ও রোগী স্থানান্তরে গত ২০ বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাণিজিক হেলিকপ্টার ও এয়ার অ্যাম্বুলেন্স (Air ambulance) পরিষেবা। যদিও খরচ একটু বেশি তার পরেও বাংলাদেশের পরিবহন ব্যবস্থার প্রেক্ষাপটে জরুরী অবস্থায় রোগী পরিবহন, বিনোদন, ব্যক্তিগত অথবা করপোরেট ব্যবহারের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই পরিষেবাটি।

বর্তমানে বাংলাদেশে হেলিকপ্টার অপারেটর আছে ১১টি এবং তাদের তত্বাবধানে হেলিকপ্টার আছে মোট ৩১ টি। এছাড়া অনেক প্রতিষ্ঠানের নিজেদের ব্যবহারের জন্য হেলিকপ্টার রয়েছে, তবে যখন তাদের প্রয়োজন হয় না, তখন সেটা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য দিয়ে দেয়৷


ব্যক্তিগতভাবে হেলিকপ্টার অথবা এয়ার অ্যাম্বুলেন্স কোথায় ভাড়া পাবেন তার যোগাযোগ নাম্বার সহ আরো যা যা বিস্তারিত জানা প্রয়োজন তার সবই পাবেন এই লেখাটিতেঃ জরুরী এয়ার অ্যাম্বুলেন্স (Air ambulance) ও হেলিকপ্টার সেবা!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ