শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দ্বিস্তরবিশিষ্ট আবরণী ঝিলি্ল দ্বারা সীমিত প্রোটপ্লাজমের যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের 'পাওয়ার হাউস' বলা হয়। প্রতি কোষে সাধারণত ৩০০ থেকে ৪০০টি মাইটোকন্ড্রিয়া থাকে। আকৃতিতে এরা বৃত্তাকার, দণ্ডাকার, তন্তুকার, তারকাকার ও কুণ্ডলী আকার হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ