শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাতে ঋণ প্রদানকারী বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান। দেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে রাষ্ট্রপতির এক আদেশবলে পাকিস্তান কৃষি ব্যাংকের সব দায় সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের যাত্রা শুরু হয়। কৃষি উন্নয়ন, কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন তথা গ্রাম-বাংলার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশ কৃষি ব্যাংকের সৃষ্টি হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ হলো ৩৫০ কোটি টাকা এবং বর্তমানে এ ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণও ৩৫০ কোটি টাকা। ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে। এ পর্ষদে একজন সভাপতি, একজন ব্যবস্থাপনা পরিচালক ও নয়জন পরিচালক রয়েছেন। সুষ্ঠুভাবে কার্যাবলি সম্পাদনের জন্য ব্যাংক প্রধান কার্যালয়কে পাঁচটি বিভাগে বিভক্ত করে প্রতিটি বিভাগে একজন করে মহাব্যবস্থাপক নিয়োজিত করেছে। বর্তমানে এ ব্যাংকের পাঁচটি জেনারেল অফিস, ১২টি আঞ্চলিক অফিস এবং এক হাজার ৮০টি শাখা অফিস রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ