শেয়ার করুন বন্ধুর সাথে

সাপ যে খোলস পরিবর্তন করে এটা অনেকেই জানেন কিন্তু ঠিক কী কারণে খোলস পরিবর্তন করে তা অনেকেই জানেন না। সাপের এক অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য ওদের খোলস ছাড়ার ঘটনাটি ঘটে। প্রতিনিয়ত দৈহিক বৃদ্ধির কারণে ত্বকের টানটান অনুভূতি দূর করার জন্যই সাপ তার খোলস পরিবর্তন করে থাকে। গবেষণায় দেখা যায় যে, সাপের সারাটি জীবন ধরেই দৈহিক বৃদ্ধি সংঘটিত হয়ে থাকে। এমনকি তাদের বৃদ্ধ বয়সেও এই প্রক্রিয়াটি চলতে থাকে। তবে সেক্ষেত্রে বৃদ্ধি ঘটে খুব ধীরগতিতে। এই প্রক্রিয়াটিতে দেখা যায় যে, সাপের দেহ যত বৃদ্ধি পেতে থাকে সেই তুলনায় ওদের ত্বক তত বেশি ছোট হতে থাকে। এর ফলে সাপকে প্রতি তিনমাস অন্তর অন্তর খোলস পরিবর্তন করতে হয়। তবে সময়ান্তরটি ভিন্ন ভিন্ন সাপের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। দেখা যায় যে সাপ অমসৃণ কোনো জায়গায় নিজেদের গা ঘসে ঘসে ত্বক বা খোলস পরিত্যাগ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ